বিজ্ঞান, দর্শন ও আমার জীবনবোধ
আমার এক অত্যন্ত স্নেহভাজন অনুজ সহকর্মী, সহযোদ্ধা এবং জ্ঞানী বন্ধু আমাকে প্রশ্ন এবং জিজ্ঞাসা করেছেন, আমি হতাশাবাদী হয়ে যাচ্ছি কিনা । জীবন পাড়ি দেবার পথে অনেক ব্যর্থতা , হয়তঃ কিছু সফলতা, বহমান আনন্দ-বেদনা, জ্ঞান-অজ্ঞানতার সংগ্রামের মধ্য দিয়ে যতটুকু সামান্য বুঝতে পেরেছি, তাতে মনে হয়, এই জীবন অসামান্য। মানবজাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যতটুকু জ্ঞান আমরা …